Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Ei Sundor Sharnali Shondhay Lyrics

Ei Sundor Sharnali Shondhay |  এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

Original singer: Geeta Dutt
Lyricist: Gauri Prasanna Mazumdar
Cover by Salma

Ei Sundor Sharnali Shondhay Lyrics:

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিমা পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে,
বুঝি সেই সুরে আমারে বরালেত বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝদি তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝদি তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে,
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিমা পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

Lyrics English words:

Ei Sundar Swarnali Sandhay,
Eki Bandhane Jorale Go Bandhu?
Kon Raktim Palasher Swapno,
Mor Antare Chhoralo Go Bandhu?

Amloki Piyaler Kunje,
Kichhu Mou-Machi Ekhono Je Gunje.
Bujhi Shei Shure Amare Bhorale Go Bandhu

Batasher Kotha Shey To Kotha Noy,
Rupkotha Jhare Taar Banshite.
Amader Mukhe Kono Kotha Neyi,
Sudhu Duti-Ankhi Bhore Rakhi Hanshite.

Kichu Pore Dure Tara Jwalbe,
Hoyto Takhon Tumi Bolbe,
Jaani Mala Keno Goley Porale Go Bandhu.

Comments

  1. Jeet Ganguly, Anupam Roy Songs Lyrics Album.
    Here You Also Visit.. www.lyricsovera2z.com Here You Can Find All Types of Songs Lyrics in Different Languages. Visit Now !!

    ReplyDelete
  2. অসাধারন একটা গান। গানটা শুনলে মনটা ভরে যায়

    ReplyDelete
  3. Thank You For Share with us, hope you make more this type of beautiful content for us. Have a good day.

    Check this: primark online.

    ReplyDelete
  4. thanks for share this song lyrics i really like your content and also add this song
    shitol sporsho lyrics

    ReplyDelete
  5. https://www.greenastore.com/product/buy-sherb-cake-online/
    https://leaflyoptimalkush.com/
    https://greenastore.com/
    https://www.greenastore.com/product/buy-sour-wavez-strain-online/
    https://www.greenastore.com/product/buy-orange-crush-online/
    https://www.greenastore.com/product/buy-ecto-cooler-online/
    https://www.greenastore.com/product/buy-brainkiller-haze-online/
    https://www.greenastore.com/product/buy-lava-cake-online/
    https://www.greenastore.com/product/buy-poison-fruit-online/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas