Purnota (পূর্ণতা) By Warfaze Lyrics
Title : Purnota (পূর্ণতা)
Artist : Warfaze
Album : Shotto
Download : Download Warfaze - Purnota
Warfaze - Album Sotto
সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে
এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি,
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়
শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা।
লিরিক্স সংগ্রহ: এইখান থেকে
Purnota (পূর্ণতা) গানের কোড (Purnota (পূর্ণতা) wc, caller, amar tune)
ReplyDeletePurnota (পূর্ণতা):
Air/Gp/Tele-4403631 Blink-567127
HOW TO SET:
gp: msg>WT xxxxxxx>4000
air: msg>CT xxxxxxx>3123
tele: msg>TT xxxxxxx>5000
Blink: msg>downxxxxxx>2222