SEPARATION (সেপারেশন) By PriTom AhmEd Lyrics

SEPARATION (সেপারেশন)
lyric,tune,composition & voice : PriTom AhmEd
album : street singer
film : street sinegr ( film in texas )
post : gaanwala
label : laser vision
year : 2009

লিংক: SEPARATION
\




একলা জীবন কাটছে একা সাড়ি সাড়ি দুঃখ রেখা
নিঃসঙ্গতা আকড়ে ধরে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
দরজা বন্ধ ঘরের কোনে গান বেঁধে যাই অভিমানে
মাতাল স্মৃতির উজান আসে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

কত আবেগের বাড়াবাড়ি কত আপন হবার পণ
সব ক্ষনিকের ভাল লাগা আমি বুঝতে পারি এখন
তোমার খেয়ালীপনা আর আমার বোঝার ভুল
আমি সত্যি চাইনি তোমার কষ্ট হোক একচুল ....
টাকার কাছে হার মানে সব গান কবিতা প্রেমানুভব
পিতার মুখে কন্য শূন্য শোক জল্লাদেরও একটু মায়া হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ

আমি অনেক পাষান হবো দেব আবেগে শিকল
যেন দু'চোখ গড়িয়ে আর না ঝরে অশ্রুজল
তুমি দেখে নিও ঠিক ঠিক আমি অনেক বদলে যাবো
আমার আদর্শ প্রেম সব বেনামে বিকোবো...
ভন্ডলোকেরা টাকার জোরে কিনছে মেধা দিন দুপুরে
ফাকতালে মহাপ্রেমিক কিছু লোক সত্যি প্রেমের একদিন জয় হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

Comments

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas