Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics

Title : Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)
Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী

Download Tumi Je Amar Kobita

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।

তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।

Comments

Post a Comment

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas