Dipannita Full Lyrics From Sorry Dipannita Natok

Song: Dipannita
Drama: Sorry Dipannita
Singer: Tarif & Sifat
Composer: Shkahawat Ornok
Lyric & Tune: Swaraj Deb
Director: Swaraj Deb
DOP: Yeasin, Mijanur Rahman
Editor: Jahangir alam
Cast: Jibon, Nafia, Preva, Anas, Tasfia, Shuvo, Rayhan
image
সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা /
আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা/
সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে, সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা …
গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা…
তুমি নীলাকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ
কোন সে জাদুতে কে জানে!
আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে, সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা/
হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা/
অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে
যে ডাকে সৃতির পাতা…
নদির শেষে আকাশ নীলে, স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে,
দীপান্বিতা…
শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসি,
প্রেয়সী।
জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে,
ভালবাসি।
চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে,
পুড়েছি যে-বোঝনি তা/
অভিমানে চুপটি করে, এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে- লুকোনো কথা/
ইটপাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা…
জীবন যখন থমকে দাড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায়
দীপান্বিতা…
কল্পনারই আকাশ জুড়ে, নানা রঙে লোকের ভিড়ে, দুচোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা…
তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা,তুমি আমার ভালবাসা
দীপান্বিতা……।।
image

সরি… দিপান্নিতা নাটকের কিছু কথাঃ

সর্বত্র তারুণ্যেরই জয়। কারণ তারুণ্যের স্বপ্নে রয়েছে অজয়কে জয় করার চ্যালেঞ্জ। এমনই কিছু স্বপ্নবাজ তরুণ স্বপ্ন দেখেছে কল্পনার মতো করে একটি নাটক তৈরি করার কিন্তু ঘটনাক্রমে ওই তরুণরা খুঁজে পেল এমন এক বাস্তবতা যা কল্পনাকেও হার মানাল। হ্যাঁ, এমনই এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘সরি… দ্বীপান্বিতা’। একঝাঁক মেধাবী তরুণ প্রতিভার সম্মিলিত প্রচেষ্টার বাস্তবায়নে মিউজিককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তরুণ শিক্ষার্থী স্বরাজ দেব। এতে অভিনয় করেছেন বাকৃবির শিক্ষার্থী নাফিয়া, জীবন, আনাস ও শর্মি। আরো রয়েছেন তাসফিয়া, প্রেভা, শুভ, রায়হান ও নাঈম যারা সবাই ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন জীবন ও নাফিয়া। নাটকে তাদের দেখা যাবে আকাশ ও দ্বীপান্বিতা নামে। নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সঙ্গীতায়োজনের দায়িত্ব পালন করেছেন শাখাওয়াত অর্ণক। ‘রাজফিল্ম’ প্রডাকশন হাউসের উদ্যোগে নাটকটির শুটিং হয়েছে অক্টোবরের প্রথম দিকে ঢাকার উত্তরা, ধানমন্ডি, হাতিরঝিল, ঢাবি চত্বরসহ বেশ কিছু দর্শনীয় স্থানে। রোমান্টিক ধাঁচের এ নাটকের বিশেষ কিছু চমকের মধ্যে যেটি সবচেয়ে সাড়া জাগিয়েছে তা হলো এর প্লেব্যাক গান ‘দ্বীপান্বিতা’। ‘দ্বীপান্বিতা’ গানটি এরই মধ্যে সারা দেশে জনপ্রিয় গানে পরিণত হয়েছে। আবার নাট্যকর্মে কিছুটা ট্র্যাজেডিও ফুটিয়ে তোলা হয়েছে বাস্তবতার আলোকে।
image
valobashar golpo kotha Tips by RJashek

সরি দীপান্নিতা গানের কোড (sorry dipannita wc, caller, amar tune)

অনেক কিছুই তো করা হল… কলার টিউন টা আর বাকি থাকে কেন? নিন… এবার তাও দিলাম! ‘দীপান্বিতা’ আর ‘কি এমন হয়’ এখন কলার টিউনে…
KI EMON HOY:
Air/Gp/Tele-4403634 Blink-567130
DIPANNITA(male):
Air/Gp/Tele-4403632 Blink-567128
DIPANNITA(female):
Air/Gp/Tele-4403631 Blink-567127
HOW TO SET:
gp: msg>WT xxxxxxx>4000
air: msg>CT xxxxxxx>3123
tele: msg>TT xxxxxxx>5000
Blink: msg>downxxxxxx>2222

Comments

Post a Comment

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas