Je Chilo Drishtir Shimanay - Cover Mashup By Hridoy Khan Lyrics
Je Chilo Drishtir Shimanay - Cover Mashup By Hridoy Khan Lyrics |
Lyrics: Je Chilo Drishtir Shimanay Cover Mashup By Hridoy Khan And ...
যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যতখানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়
যতখানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝি ছিলো
কি যে চাই বলেনি আমায়
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝি ছিলো
কি যে চাই বলেনি আমায়
সে হারালো কোথায়
কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
Comments
Post a Comment