Ei Sundor Sharnali Shondhay | এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় Original singer: Geeta Dutt Lyricist: Gauri Prasanna Mazumdar Cover by Salma Ei Sundor Sharnali Shondhay Lyrics: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিমা পলাশের স্বপ্ন, মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে বরালেত বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝদি তার বাঁশিতে, আমাদেরও মুখে কোন কথা নেই, শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝদি তার বাঁশিতে, আমাদেরও মুখে কোন কথা নেই, শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলব...
Comments
Post a Comment