Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) Lyrics
![]() |
Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) |
[Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) Lyrics]
তুমি কার পোষা পাখি
তুমি কার পোষা পাখি কাজল বরণ আখি (২)
রক্তজবার মতো তোমার মন
আমারে কান্দাইয়া পাও কি সুখ!
আমার হৃদয় পিঞ্জরার পোষা পাখিরে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (২) ... ঐ
প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি
আরে আপন করে রেখেছি (২)
আমি জানতাম যদি পাখি
দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না তোর ওই মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ!
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (২)
তুমি কার পোষা পাখি কাজল বরণ আঁখি
কার পোষা পাখি কাজল বরণ আঁখি
রক্তজবার মতো তোমার মন
আমারে কান্দাইয়া পাও কি সুখ!
আদরও সোহাগের পাখি কোনদিন জানি উড়ে যায়।
ফাঁক পেলে পালাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।(২)
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি।
থাকতামনা আর তোরি আশায় মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ!
Comments
Post a Comment