Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman Lyrics - Boro Chele

শিরোনামঃ Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল)
কন্ঠঃ Miftah Zaman (মিফতাহ জামান)
কথাঃ Shomeswar Oli (সোমেশ্বর আলী)
সুরঃSajid Sarker (সাজিদ সরকার)
সঙ্গীতঃ Sajid Sarker (সাজিদ সরকার) 
টেলিফিল্মঃ Boro Chele (বড় ছেলে)

Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman Lyrics - Boro Chele
Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman Lyrics - Boro Chele


এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।


আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি। 

হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

Comments

Post a Comment

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas