Tore Putuler Moto Kore [তোরে পুতুলের মত করে ] Lyrics

Tore Putuler Moto Kore [তোরে পুতুলের মত করে ] Lyrics
Tore Putuler Moto Kore [তোরে পুতুলের মত করে ] Lyrics
Lyrics Info:
Singer : Kumar Bishwajit
Album : Megher Palki
Lyric : Abdullah Al Mamun
Tune : Naquib Khan
Music : Kumar Bishwajit
Label : G - Series


তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে
সারাটি জীবন ভরে দেখব
আমি নেই নেই নেইরে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ
র্নিঘুম স্বপ্নে বাজেরে
আর নন্দিত বাধনের শিহরণ
দু’চোখরে জানালায় লাগেরে
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পরিয়ে
প্রেমেরই আল্পনা আকব

তোর ভাবনার করিডোরে সারা দিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করেই আমি রাখব
আর শূন্য জীবনে আমারি
অনিমেষে জড়িয়ে রাখব

Comments

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas