Tui Chunli Jakhan (তুই ছুঁলি যখন) Lyrics | Samantaral | Arijit Singh,Shreya Ghoshal

Song Name:Tui Chunli Jakhan (তুই ছুঁলি যখন)
Movie Name: Samantaral
Singers: Arijit Singh & Shreya Ghoshal
Music: Inrdraadip Das Gupta
Lyricist: Dipangshu
Arranger/Programmer: Dev Arijit
Guitar Design: Adtiya Shankar & Dev Arijit
Flute: Tejas Venchurkar
Mixing & Mastering: Amit Chatterjee

Tui Chunli Jakhan (তুই ছুঁলি যখন) Lyrics | Samantaral | Arijit Singh,Shreya Ghoshal
Tui Chunli Jakhan (তুই ছুঁলি যখন) Lyrics
][ TUI CHUNLI JAKHAN FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

তুই হাসলি যখন,
তোরই হলো এ মন , 
তুই ছুঁলি যখন, 
তোরই হলো এ মন । 

দুচোখে আঁকছে শীত , 
বাহারি ডাক টিকিট। 
দুচোখে আঁকলো শীত , 
বাহারি ডাককিট । 

আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন , 
তুই ছুঁলি যখন, 
তোরই হলো এ মন । 

ইতি - উতি কার্নিশে , 
আলো ছায়া যায় মিশে,
চলো না কুড়বো আবার , 
এলোমেলো চেনা রোদে,
বসন্ত যায় যায় যায় জুটে , 
ভালোবেসে জীবন কাবার । 

গুড়ো গুড়ো করিডোরে , চুপিসারে পাতা উড়ে , 
আজ বাতাস ও মাতাল । 
বেপরোয়া হাফ ছুটি ,
মাখাচ্ছে খুন সুটি, খুনসুটি , 
ভালোবাসে উথাল পাথাল । 

এতো কথা বলি যাকে,
চিনি আমি চিনি তাকে । - [ ২ বার ] 

চোখে চোখে কথোপকথন , 
তুই ছুঁলি যখন, 
তোরই হলো এ মন । 
হুম... তুই হাসলি যখন , 
তোর ই হলো এ মন । 

দুচোখে আঁকছে শীত , 
বাহারি ডাক টিকিট। 
দুচোখে আঁকলো শীত , 
বাহারি ডাককিট । 

আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন , 
তুই ছুঁলি যখন, 
তোরই হলো এ মন । 
][ সমাপ্ত ][

Comments

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas