তোমায় হৃদ মাঝারে রাখিব Lyrics by Lopamudra Mitra


তোমায় হৃদ মাঝারে রাখিব
ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।

"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 


ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না 
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাবো না না না না, আর পাবো না। 
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 


ভূবনো মোহনো গোরা...আ, 
কোন মণিজনার মনোহরা । 
ভূবনো মোহনো গোরা, 
কোন মণিজনার মনোহরা 
মণিজনার মনোহরা । 


ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌড় আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি। 
যেতে চাইলে যেতে দেবো না, না না না। 
যেতে দেবো না, 
না না না যেতে দেবো না।


তোমায় হৃদয় মাঝে...... 
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।


"যাবো ব্রজের কুলে কুলে...।" 
"যাবো ব্রজের কুলে কুলে" 
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি। 


ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে 
মাখবো পায়ে রাঙ্গাধুলি
"ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" 
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" । 
চলে গেলে... চলে গেলে যেতে দেবো না, 
না না... যেতে দেবো না। 


তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।


যে ডাকে চাঁদ গৌড় বলে......, 
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে। 
যে ডাকে চাঁদ গৌড় বলে, 
ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে। 


"ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
চরন ছেড়ে দেবো না, না না না......
ছেড়ে দেবো না।


তোমায় বক্ষ মাঝে......
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।


ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাব না না না না, আর পাব না।


তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না 
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে........।

Comments

  1. Dear Sir Thanks For Sharing This Article For Us. We Are Helpful For This Article. We Want More Like of This Article. Bengali Song Lyrics

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Purano Sei Diner Kotha Lyrics (পুরানো সেই দিনের কথা) - Rabindra Sangeet

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics (তুমি খাঁচা হলে আমি হব পাখি) By Pankaj Udhas