Abar Jodi Ami [আবার যদি আমি] Lyrics By Habib Wahid
Abar Jodi Ami [আবার যদি আমি] Lyrics By Habib Wahid |
Abar Jodi Ami [আবার যদি আমি] Lyrics:
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
জানিনা কি ভুলে স্বপ্ন হারায়
জীবনের গল্পঃ মিছে হয়ে যায়
জানিনা কি ভুলে স্বপ্ন হারায়
জীবনের গল্পঃ মিছে হয়ে যায়
কাছে পেলে তারে
ভালো করে জেনে নিতাম
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
আসবে কি কোনোদিন হারানো সেদিন
হবে কি আগের মতো জীবন রঙিন
আসবে কি কোনোদিন হারানো সেদিন
হবে কি আগের মতো জীবন রঙিন
ঝড়বে কি বরষায়
যেমন করে ভিজে যেতাম
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দুহাতে তারে আমি বুকেতে নিতাম
More Habib Wahid Lyrics:
Comments
Post a Comment