Deyale Deyale (দেয়ালে দেয়ালে) By Minar Rahman Lyrics
শিরোনামঃ Deyale Deyale (দেয়ালে দেয়ালে)
কন্ঠঃMinar Rahman (মিনার রহমান)
কথাঃ Robiul Islam Jibon (রবিউল ইসলাম জীবন)
সুরঃ Minar Rahman (মিনার রহমান)
সঙ্গীতঃ Emon Chowdhury (ইমন চৌধুরী)
টেলিফিল্মঃ Tomar Amar Prem (তোমার আমার প্রেম)
Deyale Deyale (দেয়ালে দেয়ালে) By Minar Rahman Lyrics
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল:
WELCOME TUNE CODE: GP | ROBI | AIRTEL | TELETALK | BANGLA LINK : 5802306
- গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 5802306 টাইপ করে পাঠিয়ে দিন 4000 নাম্বারে
- রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে5 5802306 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে
- বাংলালিংক গ্রাহকরা এই গানটি আমারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে down লিখে স্পেস না দিয়ে 5802306 টাইপ করে পাঠিয়ে দিন 2222 নাম্বারে
- এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 5802306 টাইপ করে পাঠিয়ে দিন 3123 নাম্বারে
Nice
ReplyDeleteHttps://www.banglalyrics580.blogsp.. Com
For More Bengali Songs Lyrics
ReplyDeleteNice Song Romance Songs With Lyrics This is nice Website
ReplyDeleteThanks For Deyale Deyale Lyrics
ReplyDelete