Posts

Showing posts from October, 2019

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Image
Ei Sundor Sharnali Shondhay |  এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় Original singer: Geeta Dutt Lyricist: Gauri Prasanna Mazumdar Cover by Salma Ei Sundor Sharnali Shondhay Lyrics: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিমা পলাশের স্বপ্ন, মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে বরালেত বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝদি তার বাঁশিতে, আমাদেরও মুখে কোন কথা নেই, শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝদি তার বাঁশিতে, আমাদেরও মুখে কোন কথা নেই, শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলব...

Aaj Mon Cheyeche Ami Hariye Jabo (আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো)

Cover Song Credits: Singer: Nishita Barua Music Rearranged by: Partha Barua DOP: Michil Saha Production: 49Blue Label: Seylon Tea Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Lyrics In Bangla : আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে (x2) সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রানে বোনা (x2) তার অনুরাগের রাঙা তুলির ছোয়া নাও বুলিয়ে নয়নপাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চির সাথী রইবো পথে (x2) তাই যা দেখি আজ সবই ভাল লাগে এই নুতন গানের সুরে ছন্দ-রাগে তাই যা দেখি আজ সবই ভাল লাগে এই নুতন গানের সুরে ছন্দ-রাগে কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে (x2) সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হা...

Chal Rastay Saaji Tram Line (চল রাস্তায় সাজি ট্রাম লাইন)

Image
চল রাস্তায় সাজি ট্রাম লাইন - Chal rastay saaji tram line Singer : Shreya Ghoshal Music : Debojyoti Mishra Lyrics : Srijato Movie : Autograph (2010) Chal Rastay Saaji Tram Line | Video Lyrics Chal Rastay Saaji Tram Line Lyrics: চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর তুই থারমোমিটারে এ মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায় মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায় পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিনতো তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস

Beche Thakar Gaan Lyrics (বেঁচে থাকার গান)

Image
Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) is a most popular song of Anupam Roy. We are always sharing the most popular song lyrics for you. We have collected " Beche Thakar Gaan Lyrics " and add these lyrics in our website " Bangla Song Lyrics ". Beche Thakar Gaan Song Information: Title: Beche Thakar Gaan Lyrics (বেঁচে থাকার গান) Song Name: Beche Thakar Gaan Artist: Anupam Islam Album/Movie: Autograph Music: Anupam Roy Lyrics: Anupam Roy Beche Thakar Gaan Lyrics Video Beche Thakar Gaan Lyrics (বেঁচে থাকার গান) যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবোনা যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা জেনো আমি ছাড়তে দেবোনা যদি কেড়ে নিতে বলে (বলে) কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবোনা যদি ছেড়ে যেতে বলে (বলে) শহুরে কথকতা (শহুরে কথকতা) জেনো আমি ছাড়তে দেবোনা (ছাড়তে দেবো না) আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের ...