Chal Rastay Saaji Tram Line (চল রাস্তায় সাজি ট্রাম লাইন)
চল রাস্তায় সাজি ট্রাম লাইন - Chal rastay saaji tram line
Singer : Shreya Ghoshal
Music : Debojyoti Mishra
Lyrics : Srijato
Movie : Autograph (2010)
Chal Rastay Saaji Tram Line | Video Lyrics
Chal Rastay Saaji Tram Line Lyrics:
চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেটআহা উত্তাপ কত সুন্দর তুই থারমোমিটারে এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
Bengali latest song lyrics
ReplyDeletewww.bengallyrics.com
thanks for shearing this song lyrics
ReplyDeletehttps://www.greenastore.com/product-category/marijuana-strains/
ReplyDeletehttps://www.greenastore.com/product-category/vape/
https://leaflyoptimalkush.com/
https://greenastore.com/