Posts

Showing posts from March, 2017

Main Rahoon Ya Na Rahoon Lyrics - Armaan Malik

Lyrics for Main Rahoon Ya Na Rahoon by Armaan Malik has been translated in 6 languages: Main rahoon ya na rahoon Tum mujh mein kahin baaki rehna Mujhe neend aaye jo aakhiri Tum khwabon mein aate rehna Bas itna hai tumse kehna Bas itna hai tumse kehna Bas itna hai tumse kehna Bas itna hai tumse kehna Main rahoon ya na rahoon Tum mujhme kahin baaki rehna Kisi roz baarish jo aaye Samajh lena boondon mein main hoon Subah dhoop tumko sataaye Samajh lena kirno mein main hoon Kisi roz baarish jo aaye Samajh lena boondon mein main hoon Subah dhoop tumko sataaye Samajh lena kirno mein main hoon Kuch kahun ya na kahun Tum mujhko sata sunte rehna Bas itna hai tumse kehna Bas itna hai tumse kehna Bas itna hai tumse kehna Bas itna hai tumse kehna Hazaar baar socha, keh doon ki friend nahi meri girlfriend hai tu Par sapne toot jaane ka darr Kabhi dil se gaya hi nahi Hawaaon mein lipta hua main Guzar jaaunga tumko chhu ...

Tere Sang Yaara (Rustom) Lyrics

Image
 Ohh karam khudaya hai  Tuzhe muzhse milaaya hai  Tuzhpe maarke toh   Muzhe jeena aaya hai  Ohh tere sang yaara khusah rang bahara  Tu raat deewani main zaarat sittara   Ohh tere sang yaara khusah rang bahara  Main tera ho jau joh karde tu ishaara  Maine choode hai baaki saare raaste   Bass aaya hoon tere paas re  Meri aankhoon main tera naam hai pehchhan le  Sab kuch mereliye tere baad hai  Sau baatonki eik baat hai  Main na jaaunga tuzhe kabhi choad ke yeh jaan le  Ohh karam khudaya hai  Tuzhe muzhse milaaya hai  Tuzhpe maarke toh   Muzhe jeena aaya hai  Ohh tere sang yaara khusah rang bahara  Main behata mussafir tu thehera kinaara  Ohh tere sang yaara khusah rang bahara

Ei Meghla Dine Ekla (এই মেঘলা দিনে একলা) Lyrics

Image
[Ei meghla dine ekla ghore thake na to mon kaachhe jabo kobe paabo ogo tomar nimontron.](2) [j(n)uthi bone oi haoa kore sudhu asha jaoa](2) haaye haaye re din jaaye re ghore aa(n)dhar e bhuban kaache jaabo kobe paabo ogo tomar nimontron. Ei meghla dine ekla ghore thake na to mon kaachhe jabo kobe paabo ogo tomar nimontron. [sudhu jharo jharo jharo aaj baari saradin aaj jeno meghe meghe holo mon je udasin.](2) aaj aami khone khone ki je bhaabi anmone tumi asbe ogo hasbe kobe habe se milan. kaachhe jabo kobe paabo ogo tomar nimontron. Ei meghla dine ekla ghore thake na to mon kaachhe jabo kobe paabo ogo tomar nimontron. Ei Meghla Dine Ekla (এই মেঘলা দিনে একলা) | Videos Lyrics

Alga Korogo Khopar Badhon (আলগা করো গো খোপার বাঁধন) Lyrics

Image
Name: Alga Korogo Khopar Badhon (আলগা করো গো খোপার বাঁধন) | নজরুল গীতি Download Link  ক্লিক করুন ______________________ আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাস গায়ি দিল ওহি মেরা ফাস গায়ি আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাস গায়ি দিল ওহি মেরা ফাস গায়ি বিনোদ বেনির জরিন ফিতায় বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা ইশক মেরা কাস গায়ি আন্ধা ইশক মেরা কাস গায়ি আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাস গায়ি দিল ওহি মেরা ফাস গায়ি তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিলো লোভী আমার মন তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিলো লোভী আমার মন বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায় বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায় বাজু বান্ধ ম্যায় বাস গায়ি বাজু বান্ধ ম্যায় বাস গায়ি আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাস গায়ি দিল ওহি মেরা ফাস গায়ি কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া . দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া...

Eso He Boishakh Esho Esho (এসো হে বৈশাখ এসো এসো) Lyrics

Image
Eso He Boishakh Esho Esho (এসো হে বৈশাখ এসো এসো) Lyrics এসো হে বৈশাখ, এসো এসো   এসো হে বৈশাখ, এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক এসো এসো... যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো এসো... মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক এসো এসো...

She Je Boshe Ache (সে যে বসে আছে) By Arnob Chowdhury

Image
Name: সে যে বসে আছে [She Je Boshe Ache] Artist: অর্ণব চৌধুরী (Arnob Chowdhury) Album: চাইনা ভাবিস (Chaina Bhabish) সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে ।। তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে ।। সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।। সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

Coffee Houser Sei Addata (কফি হাউসের সেই আড্ডাটা) By Manna Dey Lyrics

Image
Name: কফি হাউসের সেই আড্ডাটা [Coffee houser sei addata] Artist: মান্না দে সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই । নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায় অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে জীবন করে নি তাকে ক্ষমা হায় । সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখ্ পতি স্বামী তার হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে গাড়ীবাড়ী সবকিছু দামী তার আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো । একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনারটা ঠোঁটে জ্বলতো কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম । কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ...

Taray Taray (তারায় তারায়) By James Lyrics

Image
Name: Taray Taray ( তারায় তারায় ) Barnd: ফিলিংস ( Feling) Album: নগর বাউল ( Nogor baul) Artist:   জেমস (James) সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখ নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বল আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধায় ভালোবেসে যতখুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার জোছনা লুটালেই তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বল এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বল আমাকে আমি থাকবো না নির্বাক আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার

Purnota (পূর্ণতা) By Warfaze Lyrics

Image
Title  : Purnota (পূর্ণতা) Artist  : Warfaze Album  : Shotto Download  :  Download Warfaze - Purnota   Warfaze - Album Sotto সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি, পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা।  লিরিক্স সংগ্রহ:  এইখান থেকে

Ei Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ) By Arijit Singh & Monali Thakur Lyrics

Image
Title  :  Ei Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ) Artist  :  Arijit Singh & Monali Thakur Album  :  Golpo Holeo Shotti Download  :  Ei Bhalo Ei Kharap   এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।   দেখনা এই অকাল শ্রাবন নেমেছে আজ হাজার বারন জেনে আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে টেনে রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর তুমি আমি দেখছি কেউ যাযাবর যাচ্ছি চলে।

Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) By Arafat Mohsin Lyrics

Image
Title  :  Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) Artist  :  Arafat Mohsin (আরাফাত মহসিন) Album  :  Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) Download  :  Shoto Danar Projapoti নতুন ভোর উঠলো সুরে নিলো তোমার ঘুমকে তুলে, তখন আমি আলো হয়ে ছুয়ে তোমার কপালে..। ও..ও..ও..চোখ  খোলে আমায় দেখে আলসেমিতে খুব তুমি অভিমানে, কুয়াশা মেখে তোমার ঠোটে লুকোচুরি খেলে গানে..। ছেড়ে দিয়ে নাটাই সুঁতো উড়াই ইচ্ছে ঘুড়ি, একে দেই নীল আকাশে শত ডানার প্রজাপতি..।।  একটা দুপুর রঙ্গিন সাঁজে ডানা মেলে ওই বাতাসে, হারাবো আজ মেঘের ভাঁজে দেখবো তোমায় নতুন সাঁজে..।।

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics

Image
Title  :  Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Artist  :   সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী Download  :  Tumi Je Amar Kobita তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী। আমার স্বপন আধ-জাগরণ চিরদিন তোমারে চিনি।। আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না, না নয়নের নীলে তুমি যে ছিলে।। তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক না অমর ওগো মোর পল্লবীনি।। যদি এ লগন আঁধারে ঢাকে যদি নেভে দিন পথের বাঁকে তুমি যে আমার বলব আবার চিরদিন তোমারে চিনি।।

SEPARATION (সেপারেশন) By PriTom AhmEd Lyrics

Image
SEPARATION (সেপারেশন) lyric,tune,composition & voice : PriTom AhmEd album : street singer film : street sinegr ( film in texas ) post : gaanwala label : laser vision year : 2009 লিংক:  SEPARATION \ একলা জীবন কাটছে একা সাড়ি সাড়ি দুঃখ রেখা নিঃসঙ্গতা আকড়ে ধরে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ দরজা বন্ধ ঘরের কোনে গান বেঁধে যাই অভিমানে মাতাল স্মৃতির উজান আসে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ... কত আবেগের বাড়াবাড়ি কত আপন হবার পণ সব ক্ষনিকের ভাল লাগা আমি বুঝতে পারি এখন তোমার খেয়ালীপনা আর আমার বোঝার ভুল আমি সত্যি চাইনি তোমার কষ্ট হোক একচুল .... টাকার কাছে হার মানে সব গান কবিতা প্রেমানুভব পিতার মুখে কন্য শূন্য শোক জল্লাদেরও একটু মায়া হোক আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ আমি অনেক পাষান হবো দেব আবেগে শিকল যেন দু'চোখ গড়িয়ে আর না ঝরে অশ্রুজল তুমি দেখে নিও ঠিক ঠিক আমি অনেক বদলে যাবো আমার আদর্শ প্রেম সব বেনামে বিকোবো... ভন্ডলোকেরা টাকার জোরে কিনছে মেধা দিন দুপুরে ফাকতালে মহাপ্রেমিক কিছু লোক সত্যি প্রেমের একদিন জয় হোক আমি এমন জীবন চাইন...